shono
Advertisement
ED

আর্থিক তছরূপ মামলায় ইডির হাতে গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টর

আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে।
Published By: Tiyasha SarkarPosted: 10:05 AM Nov 27, 2024Updated: 10:44 AM Nov 27, 2024

অর্ণব আইচ: আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে। বাড়িতে টানা তল্লাশির পর এই গ্রেপ্তারি বলেই খবর।

Advertisement

১৯৯৭ সালে ব্যবসা শুরু করেছিল প্রয়াগ গ্রুপ। ইডির অভিযোগ, এই অর্থলগ্নি সংস্থা বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তুলেছে। যার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা তারা ফেরত দেয়নি। গত জুলাইয়ে ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুই কর্ণধারের কলকাতা ও মুম্বইয়ের ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাতে আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে।

জানা গিয়েছে, প্রয়াগ গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ কত, এর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না, থাকলে তারা কারা, কীভাবে যুক্ত সবটা জানতেই ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় ইডি। উল্লখ্য, এর আগে ২০১৭ সালের ১৫ মার্চ, চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর দুই ডিরেক্টর বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছিল সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে গ্রেপ্তার করে ইডি।
  • তাঁর ছেলে অভীককে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই থেকে।
  • বাড়িতে টানা তল্লাশির পর এই গ্রেপ্তারি বলেই খবর।
Advertisement