shono
Advertisement

অবশেষে স্বপ্নপূরণ, ভারতীয় নাগরিকত্বের স্বাদ পেলেন ১১৭ জন পাক হিন্দু

অপেক্ষায় রয়েছে আরও ২৩০০ জন। The post অবশেষে স্বপ্নপূরণ, ভারতীয় নাগরিকত্বের স্বাদ পেলেন ১১৭ জন পাক হিন্দু appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Jun 18, 2018Updated: 08:03 PM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে তাঁরা ভারতে রয়েছেন। কিন্তু এতদিন এদেশে থেকেও, দেশের মানুষ হওয়ার স্বাদ পাননি। রোজ স্বপ্ন দেখতেন, কোনও একদিন হয়তো তা পূরণ হবে৷ এবার ভগবান শুনলেন তাঁদের কথা৷ পাকাপাকি ভাবে ভারতের নাগরিকত্ব পেলেন যোধপুরের উদ্বাস্তু শিবিরের ১১৭ জন পাক হিন্দু৷ অপেক্ষায় রয়েছেন আরও ২৩০০ জন৷

Advertisement

[পিছু ছাড়ছে না সমস্যা, বাজেট পেশ নিয়ে এবার দ্বন্দ্বে জেডিএস-কংগ্রেস]

দেশভাগের সময়ে ভারতে আসতে পারেননি, ফলে বাধ্য হয়েই পাকিস্তানে থেকে যেতে হয়েছিল তাঁদের। সিন্ধ প্রদেশেই বসবাস করত হিন্দু পরিবারগুলি। তবে সেখানে সংখ্যালঘু হয়ে বাঁচতে চাইত না তাঁদের মন। নাড়ির টান উপেক্ষা করতে পারেননি। কুড়ি বছর আগেই, সেখানকার পাট চুকিয়ে ভারতে চলে এসেছিলেন। ক্যাম্প করে বসবাস করতে শুরু করেছিলেন যোধপুরে। জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন ভারতের নাগরিকত্বের জন্য। এতদিন কোনও উত্তর মেলেনি। একপ্রকার হালই ছেড়ে দিয়েছিলেন। তবে সত্যিই হয়ত উপরে ভগবান রয়েছেন, এবার পূর্ণতা পেল তাঁদের স্বপ্ন। ১১৭ জন পাক হিন্দু পেলেন ভারতের নাগরিকত্ব।

[জমি নিয়ে বিবাদ, মহিলার বুকে লাথি মেরে বিতর্কে জননেতা]

রবিবার তাঁদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক ডাঃ রবি কুমার সুপুর। তিনি জানান, এবার থেকে ভারতের নাগরিকদের মতোই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এঁরা। উপভোগ করতে পারবেন স্বাধীনতার স্বাদ। আর দ্বিধায় দিন কাটাতে হবে না তাঁদের। তবে, এখনও ভারতের নাগরিকত্বের পাওয়ার জন্য অপেক্ষা করছেন ২৩০০ জন। আশা, উদ্বাস্তু তকমা মিটবে তাঁদেরও৷

The post অবশেষে স্বপ্নপূরণ, ভারতীয় নাগরিকত্বের স্বাদ পেলেন ১১৭ জন পাক হিন্দু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement