shono
Advertisement

Breaking News

রাজস্থানে মুখোমুখি সংঘর্ষ বাস ও ট্যাঙ্কারের! আগুনে ঝলসে মৃত অন্তত ১২

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।
Posted: 12:26 PM Nov 10, 2021Updated: 12:53 PM Nov 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) রাজস্থানে (Rajasthan)। একটি বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১২ জনের। বুধবার বাড়মের-যোধপুর হাইওয়েতে ঘটা ওই সংঘর্ষে বাসে আগুন লেগে যায়। ওই বাসে ২৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসন ও পুলিশের তরফে উদ্ধারকার্য শুরুও হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাসের ভিতরে আটকে থাকা ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে হাইওয়ে। সারি সারি গাড়ি থমকে রয়েছে রাস্তায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জেলাশাসককে নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার জন্য। আহতদের যথাযথ চিকিৎসা অবিলম্বে শুরু করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: এখনই কাটছে না ভোগান্তি, পিছোল টালা ব্রিজ নতুন করে চালু হওয়ার দিন]

কীভাবে ঘটল এই ভয়ংকর দুর্ঘটনা? বাসের এক যাত্রী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বাসটি বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময়ই উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারটি দ্রুতগতিতে ধাক্কা মারে সেটিকে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে।

এদিন দুর্ঘটনার অব্যবহিত পরেই ওই এলাকার বিধায়ক মদন প্রজাপত, মন্ত্রী সুখরাম বিষ্ণোই ও ডিভিশনাল কমিশনার-সহ বহু সরকারি অফিসার এলাকায় উপস্থিত হন পরিস্থিতি খতিয়ে দেখতে। ইতিমধ্যেই ১০ জনকে উদ্ধার করা হলেও বাকি যাত্রীদের সম্পর্কে এখনও তথ্য হাতে আসেনি বলেই জানাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল খাতা সংরক্ষণ করতে হবে স্কুলকে, নির্দেশ শিক্ষা সংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement