shono
Advertisement

খারাপ আবহাওয়ার জের, হ্যাভলকে আটকে ১২০০ বাঙালি পর্যটক

উদ্ধারে তৎপর প্রশাসন৷ The post খারাপ আবহাওয়ার জের, হ্যাভলকে আটকে ১২০০ বাঙালি পর্যটক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:45 PM Dec 15, 2018Updated: 12:48 PM Dec 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জেরে আন্দামানে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন অন্তত ১২০০ বাঙালি পর্যটক৷ আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন অন্যান্য রাজ্যের পর্যটক৷ ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ তাঁদের উদ্ধার করতে দুটি বড় জাহাজও রওনা দিয়েছে আন্দামানের উদ্দেশ্যে৷ তবে এমন খারাপ আবহাওয়া বজায় থাকলে ঠিক কবে ওই পর্যটকদের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা সম্ভব হবে সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷

Advertisement

[কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি অর্থনীতির ক্ষতি করছে, দাবি রাজনের]

হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ ধীরে ধীরে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে৷ এবং কয়েকদিনের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে মূল ভূখণ্ডে৷ এই নিম্নচাপের ফলে আকাশ মূলত মেঘলা থাকছে৷ আশঙ্কা, এই পরিবেশে বিমান চলাচল করলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ কারণ, এই পরিবেশে বিমান চালকের দৃশ্যমানতার সমস্যা হবে৷ সেকারণেই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আন্দামান ও মূল ভূখণ্ডের বিমান পরিষেবা৷ এদিন থেকে যেমন কোনও বিমান আন্দামানের উদ্দেশ্যে যাচ্ছে না, তেমনই ওদিক থেকেও কোনও বিমান মূল ভূখণ্ডে আসছে না৷

[কাশ্মীরে বড় সাফল্য সেনার, গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি]

জানা গিয়েছে, গত দু’দিনে বাতিল হয়েছে বহু বিমান৷ শনিবার আবহাওয়ার একটু উন্নতি হয়েছে৷ তবে এদিন বিমান পরিষেবা শুরু হবে কিনা বা দুটি জাহাজ আদৌ যাত্রীদের নিয়ে রওনা দিতে পারবে কিনা, তা নিয়ে ধন্দে পর্যটকরা৷ হ্যাভলকে আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব৷

The post খারাপ আবহাওয়ার জের, হ্যাভলকে আটকে ১২০০ বাঙালি পর্যটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement