shono
Advertisement

মহারাষ্ট্রে ভয়াবহ ধস, ঘুমের মধ্যেই মৃত ১৩, পাথরের নীচে চাপা শতাধিক

ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
Posted: 06:51 PM Jul 20, 2023Updated: 06:51 PM Jul 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) ভয়াবহ ধসে প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পাথরের স্তূপের নীচে আরও অন্তত ১০০জন চাপা পড়ে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার। ধসের খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। জানা গিয়েছে, উদ্ধারকাজ চালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক উদ্ধারকারীরও।

Advertisement

বুধবার গভীর রাতে আচমকাই ধস নামে রায়গড় জেলার খালাপুরে। ঘুমন্ত অবস্থায় পাথরের তলায় চাপা পড়ে যায় অন্তত ১৭টি বাড়ি। পরে সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর। ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কন্ট্রোল রুম খোলে রায়গড় পুলিশ। খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। 

[আরও পড়ুন: এই নিয়ে পাঁচবার, ফের একমাসের জন্য প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম]

উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও শতাধিক পাথরের স্তূপে আটকে রয়েছেন বলে অনুমান। উদ্ধারকাজ করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এক দমকলকর্মী। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রায়গড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ জন উদ্ধারকারী জোরকদমে কাজ চালাচ্ছেন। এখনও বহু মানুষ পাথরের স্তূপের তলায় আটকে রয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেককে। ইতিমধ্যেই শিণ্ডের সঙ্গে ফোনে এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নির্দেশেই ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি এনডিআরএফ বাহিনী।

[আরও পড়ুন: ‘১৮০০ ঘণ্টার নীরবতার পর ৩০ সেকেন্ডের জন্য মুখ খুলেছেন’, মোদিকে খোঁচা কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement