সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে পুজো দিয়ে ফিরছিলেন। সেসময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের। আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাবেলি জেলার কুন্দেলহালি এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, কর্নাটকের (Karnataka) শিবমোঙ্গা জেলার বাসিন্দা ওই পুণ্যার্থীরা গিয়েছিলেন বেলাগাভি মন্দিরে পুজো দিতে। ভোররাতে একটি মিনিবাসে করে ফিরছিলেন তাঁরা। ওই যাত্রীবাহী মিনিবাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়িতে ধাক্কা মারে। ওই মালবাহী গাড়িগুলিকে দাঁড় করিয়ে চালকরা বিশ্রাম নিচ্ছিলেন।
[আরও পড়ুন: ছেলেধরা গুজবে ফের গণপিটুনি, পেট্রাপোলে যুবককে বেধড়ক মার]
ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আরও অন্তত ৪ জন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
[আরও পড়ুন: নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের, পাটনা থেকে ধৃত ২]
ঠিক কী কারণে দুর্ঘটনা স্পষ্ট জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই মিনিবাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটে ভোর পৌনে চারটে নাগাদ। সেসময় চালক ঘুমিয়ে গিয়ে থাকতে পারেন। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Droupadi Murmu) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।