সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফের উর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। গতকাল যেখানে সংক্রমিতের সংখ্যা ছিল ১২০০-এর কিছুটা বেশি, সেখানে এদিন নতুন আক্রান্তের সংখ্যা পেরল ১৪০০-এর গণ্ডি। যদিও বেড়েছে টেস্টেও। তবে কমেছে মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন বাংলার ১,৪৩৫ জন। তাঁদের মধ্যে ৩৩৮ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমিতের সংখ্যা কমলেও দৈনিক আক্রান্তের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে তিলোত্তমা। একদিনে আক্রান্ত সেখানকার ৩১৫ জন। ফের তৃতীয় স্থানে হাওড়া। নতুন করে সেখানকার ৮৫ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। এছাড়াও বাকি প্রায় সব জেলা থেকেই হদিশ মিলেছে নতুন আক্রান্তের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৪৭, ৪৪৩। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন বাংলার ২৯ জন। তাঁদের মধ্যে কলকাতারই ১৩ জন। অর্থাৎ তিলোত্তমার মৃত্যুর সংখ্যা জারি রেখেছে আতঙ্ক। মৃত্যুর নিরিখে দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনা প্রাণ কেড়েছে সেখানকার ৭ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৯৮।
[আরও পড়ুন: ‘দেড়জনে সরকার চালায়, আমি ল্যাম্পপোস্ট ছিলাম’, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর ]
তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করেছেন বাংলার ১,৭৪০ জন। এখনও পর্যন্ত বাংলায় করোনা জয়ীর সংখ্যা ৫, ২৪, ০৭১। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৮, ১১৮ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯,৬৫,৭২৬ জনের। বর্তমানে বাংলায় কোভিড হাসপাতাল রয়েছে ১০২টি। সেফ হোম রয়েছে ২০০টি। এই মুহূর্তে ১২০ জন রোগী রয়েছেন সেফ হোমে।