সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে (Mumbai) ভয়াবহ দুর্ঘটনা। মুম্বই থেকে পুণে যাওয়ার পথে খাদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর মিলিছে। আরও ২৫ জন গুরুতর জখম। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে।
শনিবার সকালে ৪০ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে পুণে যাচ্ছিল একটি বাস। মুম্বই-পুণে হাইওয়ে ধরে যাওয়ার পথে শিঙ্গরোবা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রায়গড় খাপোলি এলাকায় খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে বহু যাত্রীর মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: তথ্য আড়ালের চেষ্টা? সিবিআই তল্লাশির মাঝে মোবাইল পুকুরে ফেলে দিলেন বড়ঞার বিধায়ক]
তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। চালক মদ্যপ ছিলেন কি না, কিংবা বাসে অতিরিক্ত যাত্রীবহন করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে কর্ণাটকে আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। ৪৮ নম্বর জাতীয় সড়কে বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।