shono
Advertisement

Breaking News

শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ, পলাতক চেন্নাই ফেরত বাংলার ১৬ জন পরিযায়ী শ্রমিক

কেন ট্রেন থেকে পালালেন তাঁরা, ধন্দে রেলপুলিশ। The post শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ, পলাতক চেন্নাই ফেরত বাংলার ১৬ জন পরিযায়ী শ্রমিক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:45 PM May 31, 2020Updated: 03:45 PM May 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল কমপক্ষে ১৬ জন পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। বীরভূমের বাতাসপুর স্টেশনে শ্রমিক স্পেশ্যাল ওই ট্রেনটি ধীরগতিতে চলাকালীন এমন কাণ্ড ঘটায় তারা। কেন আচমকা ট্রেন থেকে পালিয়ে গেল ওই যুবকেরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাঁইথিয়া থানার পুলিশ ওই পরিযায়ী শ্রমিকদের খোঁজে তদন্ত শুরু করেছে।

Advertisement

চেন্নাই থেকে ফিরছিল শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি। বীরভূমের বাতাসপুরের কাছে ট্রেনের সামান্য গতি কমে। ব্যস! সেই সুযোগ। কেউ কিছু বোঝার আগেই ট্রেন থেকে নেমে পড়েন অন্তত ১৬ জন পরিযায়ী শ্রমিক। শুরু হয়ে যায় হইচই। তবে রেলপুলিশ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে স্টেশন ছাড়েন তাঁরা। জানা গিয়েছে, ওই ১৬ জন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। তাঁরা বীরভূমের বাতাসপুরে নেমে পড়ার পরই হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেন তাঁরা। তবে কেন ট্রেনের পরিবর্তে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন ওই পরিযায়ী শ্রমিকরা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: বেলুড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফ্ল্যাটের বারান্দা, দুই বোনের মৃত্যুতে চাঞ্চল্য]

এদিকে, ওই পরিযায়ী শ্রমিকদের মাধ্যমে গোটা এলাকায় করোনা সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। যা ভাবাচ্ছে স্থানীয়দের। সাঁইথিয়া থানার পুলিশ ওই পরিযায়ী শ্রমিকদের খোঁজ শুরু করেছে। উল্লেখ্য, শনিবার সন্ধেয় রামপুরহাট স্টেশনে ঠিক একই ঘটনা ঘটে। অন্তত ২৫০ জন ট্রেন থেকে নেমে পালিয়ে যান। কেন বারবার শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে পালিয়ে যাচ্ছেন পরিযায়ীরা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিকে, বাতাসপুরের আগে সাঁইথিয়া স্টেশনেও পরিযায়ী শ্রমিকদের নিয়ে গন্ডগোল হয়। শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে দাঁড় করানোয় ওই স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখান একদল পরিযায়ী শ্রমিক। গত ২৮ মে গুজরাট থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে চড়েন তাঁরা। তবে তিনদিন হয়ে গেলেও তাঁরা গন্তব্যে পৌঁছতে পারছেন না। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছনো হচ্ছে। এমনকী তাঁদের খাবার, জল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। একাধিক অভিযোগে সাঁইথিয়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে যদিও স্টেশন কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

[আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদেরও বিনামূল্যে দু’মাসের চাল-ডাল দেবে রাজ্য, জানাল খাদ্যদপ্তর]

The post শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ, পলাতক চেন্নাই ফেরত বাংলার ১৬ জন পরিযায়ী শ্রমিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement