shono
Advertisement

ভাঙল অতীতের সব রেকর্ড, একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষের। The post ভাঙল অতীতের সব রেকর্ড, একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 AM Jun 25, 2020Updated: 09:47 AM Jun 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল বৃহস্পতিবারও। মাঝখানে দুটো দিন নতুন সংক্রমণের হার খানিকটা কম থাকলেও, বৃহস্পতিবার ফের রেকর্ড গড়ল আক্রান্তের সংখ্যা। একদিনেই প্রায় ১৭ হাজার মানুষ নতুন করে COVID-19 সংক্রমিত হলেন।

Advertisement

[আরও পড়ুন: করোনার জের, ইউজিসিকে শিক্ষাবর্ষ ও সেমিস্টার গাইডলাইন পুনর্বিবেচনার নির্দেশ কেন্দ্রের]

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৯২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। এদের মধ্যে ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ১ লক্ষ ৮৬ হাজার ৫১৪ জন। করোনা সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

[আরও পড়ুন: ফের কথার খেলাপ চিনের! গালওয়ানে সেনা তৎপরতা বাড়াচ্ছে লালফৌজ]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪ হাজার ৮৯৪ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭ হাজার ৮৭১ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৭৫ লক্ষ ৬০ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

The post ভাঙল অতীতের সব রেকর্ড, একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement