সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের পোর্শেকাণ্ডের পুনরাবৃত্তি এবার নয়ডাতে। রাস্তার পাশ ধরে হাঁটা এক মহিলাকে পিষে দিল বেপরোয়া গতির এসইউভি! এই ঘটনায় অভিযুক্ত সতেরো বছরের এক নাবালক। পিষে দেওয়ার পর ওই মহিলার দেহ বেশ কিছুদূর টেনে নিয়ে যায় ঘাতক গাড়িটি। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
পিটিআই সূত্রে খবর, বুধবার ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায়। সেই সময়কার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মহিলা। আচমকাই একটি দ্রুত গতির এসইউভি আসে। সামনে থাকা এক ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। তখনই সজোরে ধাক্কা মারে ওই মহিলাকে। তার পর না থেমে তাঁকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে একটি পোস্টে ধাক্কা মারে। এর পর সেখানেই গাড়ি রেখে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিল্পী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের জাতপুরা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। কর্মসূত্রে থাকতেন গ্রেটার নয়ডায়। যুক্ত ছিলেন নির্মাণকাজের সঙ্গে। রোজকার মতো এদিনও কাজে বেরিয়েছিলেন তিনি। আর তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘাতক গাড়িটিকে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়ির নম্বর এবং অন্যান্য নথি ঘেঁটে কিশোরের সন্ধান মেলে। দুদিন পর শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে। সম্প্রতি পুণেতে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পিষে দেয় একটি পোর্শে। এর পরও মুম্বই, নাসিক ও উত্তরপ্রদেশে একই রকম দুর্ঘটনা ঘটেছে। এবার যার পুনরাবৃত্তি ঘটল নয়ডাতে।