অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বহুমূল্য শুঁয়োপোকার ছত্রাক চিনে পাচারের ছক। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করলেন বনকর্মীরা। তাদের কাছ থেকে ১৩ গ্রাম ওজনের শুঁয়োপোকার ছত্রাক উদ্ধার হয়েছে।
ধৃতরা হল দেন্দুপ তামাং ও গোবিন্দ ছেত্রী। দেন্দুপ তামাং কালিম্পং এবং গোবিন্দ ছেত্রী নেপালের বাসিন্দা। শুক্রবার রাতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে শিলিগুড়ির সমরনগর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে বনকর্মীরা। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৩ গ্রাম শুঁয়োপোকার ছত্রাক। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে মাল্লাগুড়ি থেকে আরও একজনকে ধরে বনকর্মীরা।
[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত নবতিপর বৃদ্ধাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২০ বছর বয়সি যুবক]
গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর আসে, প্রচুর শুয়োপোকার ছত্রাক বিদেশে পাচারের পরিকল্পনা রয়েছে। শিলিগুড়িতেই তার হাতবদল হবে। সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে বনকর্মীরা। ক্রেতা সেজে শিলিগুড়ির সমরনগরে ওই পাচারকারীদের সঙ্গে দামাদামি করতে থাকেন তাঁরা। ঠিক হয়, ১ কেজি ছত্রাকের দাম ১০ লক্ষ টাকা। এরপর পাচারকারীদের ঘিরে ফেলেন বনকর্মীরা। একজনকে ধরে ফেললেও বাকিরা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। ধৃতকে জেরা করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, এই ছত্রাক মূলত পাহাড়ের জঙ্গলে পাওয়া যায়। ছত্রাক থেকে বিভিন্ন জটিল রোগের ওষুধ তৈরি হয়। শুধু তাই নয়, যৌন উদ্দীপক তৈরিতেও ব্যবহার হয় এই ছত্রাক। যার এক কেজি প্রায় ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়। সেই মূল্যবান ছত্রাক শিলিগুড়িতে হাতবদলের পর নেপাল হয়ে চিনে পাচারের ছক ছিল। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।