অর্ণব আইচ: ‘ডার্ক ওয়েবে’ই রঙিন হচ্ছে কলকাতার রাত! কড়ি ফেললেই ঘরের দুয়ারে পৌঁছে যাচ্ছে যথেচ্ছ মাদক। আর ডার্ক ওয়েব ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আইনের চোখে ধুলো দেওয়াটা সহজ হয়। তবে ‘পূর্বাঞ্চলের স্কটল্যান্ড ইয়ার্ড’ লালবাজারের শ্যেনদৃষ্টি এড়ানো মোটেও সহজ নয়। তাই ডার্ক ওয়েব থেকে বিদেশি গাঁজা কিনে গ্রেপ্তার হলেন তিলজলার দুই যুবক।
গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব যাদবপুর থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম তানিষ্ক পান্ডে (২১) এবং অশোক অঘোরি (২১)। তানিষ্কের বাড়ি তিলজলা থানা এলাকায় পিকনিক। আর অশোক কসবা থানা এলাকার মধ্যপাড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে ৮৫১ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, ডার্ক ওয়েব থেকে নিয়মিত মাদক কিনত তারা। শনিবার তাদের আদালতে তোলা হয়েছে।
[আরও পড়ুন: ‘সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার’, রাজ্যপালের হুঁশিয়ারির পালটা কটাক্ষ শিক্ষামন্ত্রীর]
পুলিশ সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে মাদক কারবারিদের নয়া ভরসা ডার্ক ওয়েব। সহজে ধরা পড়ার ভয় থাকে না। আর ডার্ক ওয়েবের মাধ্যমে মাদক অর্ডার করলে ক্যুরিয়ারের মাধ্যমে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে মাদক। কলকাতার নতুন প্রজন্মের রাত রঙিন করতে ভরসা এই ডার্ক ওয়েবই।