shono
Advertisement

মেরামত চলাকালীন মু্ম্বইয়ে ভাঙল ফুটব্রিজ, বাড়ছে মৃতের সংখ্যা

আগামী কয়েকদিন বন্ধ থাকতে পারে এই ওভারব্রিজ৷
Posted: 09:03 PM Mar 14, 2019Updated: 09:21 PM Mar 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা ব্যস্ত সময়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন লাগোয়া একটি সেতু ভেঙে মৃত্যু হল অন্তত চারজনের৷ তবে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করছে  প্রশাসন৷ জখম হয়েছেন কমপক্ষে ৩৫ জন৷ দুর্ঘটনার পর আহতদের নিয়ে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷ মু্ম্বই পুলিশ টুইটারে জানিয়েছে, সিএসটি-র ১নং প্ল্যাটফর্মের সঙ্গে বিটি লেন সংযোগকারী ফুটব্রিজটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট তৎপর পুলিশ৷  

Advertisement

পোলিও ড্রপ দেওয়ার পরই মৃত্যু ৯ মাসের শিশুর

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিএসটি লাগোয়া ওই ফুটব্রিজটি মেরামতির কাজ চলছিল এদিন সকাল থেকে৷ কিন্তু তা সত্বেও ব্রিজের উপর দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি না থাকায়, সকলেই ব্রিজটি ব্যবহার করছিলেন৷ সন্ধেবেলার ব্যস্ত সময় ভি়ড়ের চাপে আচমকাই ব্রিজের ওই অংশ ভেঙে পড়ে৷ হুড়োহুড়ি পড়ে যায় পথচলতি মানুষজনের মধ্যে৷ নিমেষেই ভিড় আরও বেড়ে যায়৷ মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার অমিতেশ কুমার জানান, ‘আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে অ্যাম্বুল্যান্স প্রবেশ করার রাস্তা তৈরি করে দিয়েছি৷ এখনও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না৷’ সূত্রের খবর, সিএসটি-র এই ব্রিজটি নিরাপত্তা অডিটের আওতার বাইরে ছিল৷ এরকমই মুম্বই স্টেশনের আরও বেশ কয়েকটি ফুটওভারব্রিজেও যথাযথ নিরাপত্তা নেই বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা৷

 সন্ত্রাস মোকাবিলায় মনমোহনের থেকে মজবুত মোদি, স্বীকারোক্তি শীলা দীক্ষিতের

মাস কয়েক আগে আন্ধেরিতেও প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল একটি ব্রিজ৷ সেসময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ২০১৭ সালের সেপ্টেম্বরে পারেলের এলফিনস্টোন ব্রিজ ভেঙে ২৩ জনের মৃত্যুর স্মৃতি এখনও ভোলেননি মুম্বইবাসী৷ তারই মধ্যে ফের বৃহস্পতিবারের ঘটনা৷ শহরের অন্যতম ব্যস্ত এই সেতু এভাবে ভেঙে পড়ায় সাময়িকভাবে সিএসটি সংলগ্ন রাস্তাগুলিতে প্রবল যানজট তৈরি হয়৷ পুলিশের তৎপরতায় অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তবে আগামী কয়েকদিন এই সেতুর উপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীরা৷ বিকল্প হিসেবে কোন রাস্তা দিয়ে তাঁরা যাতায়াত করবেন, তাই নিয়েই চিন্তিত মুম্বইবাসী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement