নিরুফা খাতুন: রক্ষকই ভক্ষক! নিরাপদ আশ্রয়স্থলই অত্যাচারের খাসতালুক! খাস কলকাতার হোমের অন্দরে টানা ১০ বছর ধরে নাবালিকাকে ধর্ষণ। সেই অভিযোগে হোমের মালিক-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি হরিদেবপুরের হোম থেকে অন্যান্য আবাসিকদের অন্য হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১০ বছর ধরে হোমে দুই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করা হচ্ছিল। শ্লীলতাহানি করা হচ্ছিল আরও এক নাবালিকাকে। হরিদেবপুরের হোমটি চালায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের মাধ্যমেই শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানায় তিন নাবালিকা। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে হোমে অভিযান চালায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হোমের বাকি আবাসিকদের অন্য হোমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
[আরও পড়ুন: JU রেজিস্ট্রারকে হুমকি চিঠি কাণ্ডে গ্রেপ্তার, জামিন পেয়ে কলেজে যেতেই গো-ব্যাক স্লোগান অধ্যাপককে]
এদিকে নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ওই হোমের মালিক। বাকি দুজন হোমের প্রিন্সিপাল এবং রাঁধুনী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য় ছড়িয়েছে।