অর্ণব আইচ: তিলজলায় তেলের ট্যাঙ্কারে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। মনে করা হচ্ছে, ট্যাঙ্কারে তেলের স্তর মাপতে গিয়েই ট্যাঙ্কারের ভিতরে পড়ে যান দুই শ্রমিক। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর। তিলজলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
[আরও পড়ুন: নিম্ন আদালতে বিচারক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্ন ভুল’ মামলা: হাই কোর্টে ধাক্কা PSC’র]
তিলজলা থানার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে একটি সাবান তৈরির কারখানায় নিম তেল নিয়ে এসেছিল ট্যাঙ্কারটি। সেই দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এক শ্রমিক ট্যাঙ্কারে তেলের লেভেল মাপতে গিয়েছিলেন। তখনই তেলের ট্যাঙ্কারের ভিতরে পড়ে হাবুডুবু খেতে থাকেন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান আরেকজন। ট্যাঙ্কারে উঠে হাত বাড়িয়ে তাঁকে তোলার চেষ্টা করতেই পিছলে তেলের ভিতর পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। তবে তেলে ডুবে নাকি গন্ধে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মৃতদের নাম কার্তিক হালদার ও লোগান নাথন। কার্তিক সোনারপুরের বাসিন্দা। শ্রমিক হিসেবে সাবানের কারখানায় কাজ করতেন তিনি। আর লোগান নাথন বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ট্যাঙ্কারের খালাসি ছিলেন। তিলজলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কার কেটে তেল বের করে দেহ দু’টি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।