সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালাতে এসে পাল্টা পুলিশেরই গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাদগমপোরায়৷
পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের টার্গেট ছিল তিন এসপিকে খতম করা৷ পুলওয়ামা ও অবন্তিপুরের দুই সিনিয়র এসপি রইস আহমেদ ও জাহিদ মালিক এবং জেলার অতিরিক্ত এসপি চন্দন কোহলি ছিলেন জঙ্গিদের নিশানায়৷ কোহলি গাড়িতে করে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি গাড়িতে চেপে হামলা করে জঙ্গিরা৷ অবন্তিপুর ও পুলওয়ামার সীমান্তে লেগে যায় পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াই৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশকর্মীরা৷ তাঁদের সম্মিলিত প্রতিরোধে পিছু হঠে জঙ্গিরা৷ কিন্তু জঙ্গিদের রেয়াত করেনি পুলিশ৷ জঙ্গিদের তাড়া করে গুলি করে পুলিশ৷ পুলিশের গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়৷
জঙ্গিদের কাছ থেকে দুটি অত্যাধুনিক অস্ত্র ও পরিচয়পত্র মিলেছে বলে জানা গিয়েছে৷ দুই জঙ্গিকেই চিহ্নিত করা গিয়েছে৷ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (দক্ষিণ কাশ্মীর) এস পানি পুলিশকর্মীদের এই দক্ষতার বিশেষ প্রশংসা করেছেন৷
The post পুলিশের গুলিতে পুলওয়ামায় ঝাঁঝরা দুই জঙ্গি appeared first on Sangbad Pratidin.