সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের বাকি মাত্র ৯ দিন। এহেন পরিস্থিতিতে কাশ্মীরকে উত্তপ্ত করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলো। সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ করছে ভারতীয় সেনা। সোমবার ভোররাতে দুই বিদেশি জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করেছে সেনা। একে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে তাদের থেকে।
ভারতীয় সেনা সূত্রে খবর, পাক সীমান্তে রাজৌরি জেলার নশেরা সেক্টরে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে দুই পাক জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন খবর ছিল সেনার কাছে। তার পরেই রবিবার মাঝরাত থেকে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি। সেনার গতিবিধি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
[আরও পড়ুন: আর জি কর মামলায় আজ সুপ্রিম শুনানি, তাকিয়ে গোটা দেশ]
রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলে। প্রথমে মনে করা হয়েছিল আহত অবস্থায় সীমান্তে লুকিয়ে রয়েছে দুই জঙ্গি। সেই সন্দেহে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পরে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। মেলে একে ৪৭ রাইফেলও। উল্লেখ্য, কয়েকদিন আগেও রাজৌরিতে জঙ্গি কার্যকলাপের হদিশ মেলে। সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় এক জঙ্গি।
উল্লেখ্য, ১০ বছর বাদে বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে। এবার কাশ্মীরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল ঘোষণা ৪ অক্টোবর। জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি আসনে বিধানসভা ভোট হবে ৩ দফায়। শেষবার ২০১৪ সালে ভোট হয়েছিল কাশ্মীরে। সেবার সরকার গড়ে বিজেপি-পিডিপি জোট। তবে নির্বাচনী আবহেই বারবার হিংসা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো।