সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত ম্যাচ। সাদা ফুটবলটার নেপথ্যে ছুটে চলেছে দুই দল। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’, এমন ভাব সকলের। আচমকা ছন্দে ব্যাঘাত। মাঠের ভিতরে ঢুকে পড়ল ছোট্ট শিশু। সাদা গোল বলটার দখল যেন তাকেও পেতে হবে। ভাবখানা এমন, যেন সেই মুহূর্তেই যেন লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গোলের কাছে পৌঁছে যাবে। তবে সেই সাধ পূরণ হল না। শিশুর পিছনে ছুট লাগিয়েছিলেন তার মা’ও। বাচ্চাকে ধরতে গিয়ে পিছলে পড়েও যান তিনি। তবে কোনও মতে সন্তানকে ধরে ফেলেন। পাঁজাকোলা করে তুলে মাঠের বাইরে নিয়ে আসেন।
মার্কিন মেজর লিগ সকারের (Major League Soccer) পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “এই খুদে হানাদার আর তা মা বেশ ভাল সময় কাটিয়েছে।” উল্লেখ্য, এফ সি সিনসিনাটি এবং অরল্যান্ডো সিটির ম্যাচ চলছিল। সেই সময়ই মাঠের ভিতরে ঢুকে পড়ে খুদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম জেডেক কারপেন্টার (Zaydek Carpenter)। বয়স মাত্র দুই। আর তার মায়ের নাম মরগান ট্যাকার।
[আরও পড়ুন: Exclusive: সেমিফাইনালে খেতে হয়েছিল কামড়, সেই প্রতিপক্ষকে ক্ষমা করেছেন? মুখ খুললেন রবি কুমার]
জেডেক ও মরগানের একটি ছবিও তুলেছিলেন মার্কিন মুলুকের ফটোগ্রাফার স্যাম গ্রিন (Sam Greene)। নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন। সেই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন, এভাবে পড়ে যাওয়ার জন্য ট্যাকার হলুদ কার্ড দেখেছিলেন কিনা। অনেকে আবার শিশুর দৌড়ানোর গতির প্রশংসা করেছেন।