সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই নিয়মের ফাঁক গলে সাদা হচ্ছে কালো টাকা৷ সে চক্রে ব্যাঙ্ক কর্মীরাই যে জড়িত এমন প্রমাণও মিলছে৷ এর আগেও অ্যাক্সিস ব্যাঙ্কের নাম জড়িয়েছিল এই কাণ্ডে৷ বৃহস্পতিবার অ্যাক্সিসের নয়ডা শাখায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা৷ উদ্ধার হয় প্রায় ২০টি ভুয়ো কোম্পানির অ্যাকাউন্ট ও ৬০ কোটি কালো টাকা৷
কালো টাকা সাদা করার ক্ষেত্রে যে ব্যাঙ্কগুলির নাম জড়িয়েছে তাদের মধ্যে অ্যাক্সিস অন্যতম৷ এর আগেও নানা অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল দুই অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজারকেও৷ এমনকী ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল হয়ে যেতে পারেও বলে গুজব ছড়িয়েছিল৷ পরে ব্যাঙ্কের তরফে জানানো হয়, তা হচ্ছে না৷ আরবিআই এখনও এ ধরনের কোনও সিদ্ধান্ত নয়নি৷ কিন্তু কালো টাকা কাণ্ডে ফের আর একবার জড়িয়ে পড়ল ব্যাঙ্কটি৷ এদিন নয়ডার একটি শাখায় হানা দেয় আয়রকর দফতর৷ সেখানে প্রায় ২০টি ভুয়ো কোম্পানির নামে ৬০ কোটি কালো টাকা জমা হয়েছিল বলে জানা যাচ্ছে৷ বৃহস্পতিবার তা উদ্ধার করে আয়কর দফতর৷
এর আগে কালো টাকা কাণ্ডে জড়িত ব্যাঙ্ক কর্মীদের কড়া সাজা দেওয়া হয়েছে৷ বরখাস্ত হয়েছেন বেশ কয়েকজন শীর্ষ ব্যাঙ্ক কর্মী৷ অ্যাক্সিস ব্যাঙ্ক বারবার এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছে৷ নয়ডার ঘটনার পর ব্যাঙ্কটির ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন যেন আরও স্পষ্ট হল৷
The post অ্যাক্সিস ব্যাঙ্কে ভুয়া ২০টি অ্যাকাউন্ট থেকে উদ্ধার ৬০ কোটি appeared first on Sangbad Pratidin.