সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছে ২০১৩-এর স্মৃতি! ফের মেঘভাঙা বৃষ্টি কেদারনাথে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। আটকে অন্তত ২০০ পর্যটক। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে হিমাচল প্রদেশের শিমলা ও মান্ডিতেও মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে প্রাণ গিয়েছে একজনের। নিখোঁজ অন্তত ২৮ জন। সবমিলিয়ে প্রকৃতির রোষে উত্তরের দুই পাহাড়ি রাজ্য।
২০১৩ সালে হড়পা বানে ভেসেছিল কেদারনাথ। প্রাণ গিয়েছিল বহু পর্যটকের। সেই স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে মন্দাকিনী নদীর জলস্তর হু হু করে বাড়ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার ভীম বালি এলাকার ৩০ মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে। হাওয়া অফিস বলছে, বুধবার সন্ধে থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে সে রাজ্যের দু-এক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
[আরও পড়ুন: ওয়ানড় বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬, নিখোঁজ বহু, প্রতিকূলতা কাটিয়ে চলছে উদ্ধারকাজ]
অন্যদিকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশের শিমলা ও মান্ডিতে। যার জেরে একজনের প্রাণ দিয়েছে। নিখোঁজ অন্তত ২৮ জন। এর মধ্যে শিমলার ১৮ জন রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।