shono
Advertisement

Coronavirus Update: রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার, ফের কলকাতায় আক্রান্ত দু’শোর বেশি

মৃত্যু হয়েছে ১২ জনের।
Posted: 07:15 PM Nov 20, 2021Updated: 07:15 PM Nov 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। কিন্তু ঊর্ধ্বমুখী রাজ্যের পজিটিভিটি রেট। বেড়েছে মৃত্যুও। চিন্তা বাড়িয়ে এদিনও কলকাতার সংক্রমণ রইল ২০০-র উপর।

Advertisement

শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২০১ জন। সংক্রমণের নিরিখে এদিন দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১২৫ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। হুগলিতে একদিনে সংক্রমিতের সংখ্যা ৬৪। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৬১ ও ৫৪ জন।

[আরও পড়ুন: TMC in Tripura: ফিরহাদের সভামঞ্চ ভাঙচুর, বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ, তপ্ত আগরতলা]

এদিন রাজ্যে মোট করোনা (COVID-19) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯ হাজার ১১৮ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট বেড়ে হল ২.০১ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ১২ জন। যার মধ্যে কলকাতা (৩) , উত্তর ২৪ পরগনা (৩) ও দক্ষিণ ২৪ পরগনা (৩) প্রাণ হারিয়েছেন মোট ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৭৫ জন। যা শুক্রবারের চেয়ে কিছুটা কম। এ নিয়ে রাজ্যে মোট ১৫ লক্ষ ৮১ হাজার ৬৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩০শতাংশ। গতকালের চেয়ে সামান্য বেড়েছে সুস্থতার হার। 

[আরও পড়ুন: কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জেহাদি, উদ্ধার স্কুলপড়ুয়া-সহ ৬০]

বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮ হাজার ৪৫ জন। করোনার টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১১৭ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement