সুমন করাতি, হুগলি: বিদায়ী সাংসদ আর বিধায়কের তরজা তুঙ্গে। উভয়ের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভার মঞ্চেও নেই বিধায়ক! এমনই ছবি দেখা গেল মঙ্গলবার, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায়। নেত্রীর সভাতেও গরহাজির উত্তরপাড়ায় তারকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আর তা নিয়ে ইতিমধ্যে দলের অন্দরেই শুরু হয়েছে কানাঘুষো।
কিছুদিন আগেই শ্রীরামপুরের (Serampore) তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী প্রচারে প্রকাশ্যেই দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন। বলেন, কাঞ্চনের একাধিক বিবাহের জেরে তাঁকে মহিলারা ভালো চোখে দেখছেন না। তাই প্রচারে থাকতে বারণ করেন কাঞ্চন মল্লিককে।আর প্রচার গাড়ি থেকে নেবে বেরিয়েও যান বিধায়ক।আর সেই ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহলে।কল্যাণ জানিয়েছিলেন যে কাঞ্চন তার প্রচারে থাকলে মহিলারা সেটা ভালোভাবে নিচ্ছেন না। কাঞ্চনও পালটা জানিয়েছিলেন, তিনি প্রার্থীর প্রচারে থাকলে কী সমস্যা, সেটা তাঁর জানা নেই। কিন্তু জনসংযোগের সময় মানুষের যথেষ্ট সাড়া পান। তার পরেও অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) তারকা বিধায়ককে প্রচারে সঙ্গে নেননি।
[আরও পড়ুন: অধীরে ক্ষোভ! বাংলার প্রচারে কেন মুখ ফেরালেন রাহুল-প্রিয়াঙ্কারা?]
কল্যাণ-কাঞ্চনের এই তরজার মাঝে ঘাটালের তারকা তৃণমূল (TMC) প্রার্থী দেব সহকর্মী তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে অনুরোধ জানান, ঘাটালে তাঁর হয়ে প্রচার করতে। দেবের ডাকে সাড়া দিয়ে কাঞ্চনও গিয়েছিলেন প্রচারে। কিন্তু খোদ দলনেত্রীর সভাতেই ডাকা হল না তাঁকে! মঙ্গলবারের ওই সভায় দেখা পাওয়া গেল না উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিধায়কের সঙ্গে বিদায়ী সাংসদ তথা দলের প্রার্থীর সর্ম্পকের তিক্ততা নিয়ে। এই বিষয়ে অবশ্য কাঞ্চন মল্লিক জানান, তাঁকে দলের তরফ থেকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। তবে ভোটের আর কয়েকটা দিন বাকি, তাই এসব নিয়ে আলাদা করে তিনি ভাবতে চান না বলেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কাঞ্চন। শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইনের বক্তব্য, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। মঞ্চে কে থাকবে আর কে থাকবে না, সেটাও তিনি ঠিক করেননি।