রমেন দাস: তিনি জনপ্রিয়। বাংলার রাজনীতির ময়দানে 'খেলা' হওয়ার নেপথ্য নায়কও বটে। সোশাল মিডিয়ায় তাঁর তাঁর বক্তব্যের জুড়ি মেলা ভার। কিন্তু তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রেমজীবন নিয়েও চর্চা বিস্তর। তিনি নাকি লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Polls) লড়াইয়ের সঙ্গেই চুটিয়ে উপভোগ করছেন প্রেম! খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রতিপক্ষ!
নিজের প্রেম নিয়ে এবার 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে প্রথম জানালেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তাঁর দাবি, তাঁকে নিয়ে গুঞ্জন, জল্পনা-কল্পনা তুঙ্গে উঠলেও সত্যিই তিনি সিঙ্গল। প্রেম তো দূর, এখন নির্বাচনী লড়াই মূল লক্ষ্য তমলুকের (Tomluk) প্রার্থীর। প্রেম থেকে শত যোজন দূরেই নাকি রয়েছেন বালির বাসিন্দা। তাঁর কথায়, "সত্যি বলছি, আমি সিঙ্গল। বিয়ে কবে করব এখনও ঠিক করিনি। আসলে বয়সই তো হয়নি বিয়ের!" যদিও দেবাংশু কথায়, "প্রেমের প্রস্তাব এসেছে বেশ কয়েকবার।'' তাঁকে নিয়ে ভুবন ভোলানো প্রেমের স্বপ্ন দেখেছেন কেউ কেউ। যদিও এত কিছুর পরেও রাজনীতির দেওয়ালে কান পাতলে শোনা যায়, দেবাংশু সিঙ্গল নন, তাঁর প্রেমিকা নাকি রাজনীতির (Politics) লোক! যদিও তৃণমূল প্রার্থীর দাবি, "সবটাই ভুয়ো খবর। প্রেমিকাই নেই, তাঁর আবার রাজনীতি!''
[আরও পড়ুন: নমাজ পড়তে গেলেই ‘গদ্দার’ কটাক্ষ! বিপাকে কেরলে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী]
ব্যক্তি দেবাংশুর উল্কার গতিতে উত্থান হয়েছে। রাজনৈতিক কাজের ব্যস্ততায় সত্যিই কি বদলে গিয়েছেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ যুবনেতা বলছেন, "রাজনীতির বাইরে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আগে বেশি লিখতাম। এখন কম লিখি। তবে লেখালিখি আমার জীবনের একটা বড় অংশ। আমি ভালবাসি লিখতে।" নেতা না হলে কী পেশা বাছতেন তিনি? তাঁর উত্তর, "অনেক কিছু ভেবেছিলাম একসময়। ট্রেনের ড্রাইভার হব, মহাকাশ নিয়ে রিসার্চ করব।'' ছেলে বাইরে। দিনরাত ছেলেকে নিয়ে চিন্তা মা তনুজা ভট্টাচার্যর। মায়ের আদরের দেবাংশু বলছেন, "মা আজও রাজনীতি নিয়ে ভয় পায়। তবে এবার লোকসভা ভোটের টিকিট পাওয়ায় মা খুশি। ২০২১ সালের মনখারাপ হয়ত তাঁর কমেছে।''