সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গ্যাস সিলিন্ডার ফেটে চারজনের মৃত্যু হল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। চতুর্থজন একজন মহিলা। পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যোগীরাজ্যের দেওরিয়ার দামরি গ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। সিলিন্ডার ফাটার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটি ঘিরে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। কিন্তু আগুনের প্রকোপ এত বেশি, তা নেভানো যায়নি। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
[আরও পড়ুন: মমতাকে ‘কুকথা’ কোন উদ্দেশ্যে? কমিশনের শোকজের জবাবে কী বলছেন দিলীপ?]
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, ওই মহিলা চা ও প্রাতঃরাশ বানানোর সময় আচমকাই সিলিন্ডার ফেটে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর এবং তাঁর তিন সন্তানের। ছড়িয়ে পড়ে আগুন। আর কোনও হতাহতের খবর নেই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ ও ফরেনসিক অফিসাররা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। যা বিশ্লেষণ করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাই দেখার। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।