shono
Advertisement
Helicopter Accident

গুজরাট উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, আরব সাগরে আছড়ে পড়ল কপ্টার, নিখোঁজ ৩ কোস্টগার্ড

উদ্ধার অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে উপকূলরক্ষী বাহিনীর কপ্টার।
Published By: Kishore GhoshPosted: 12:11 PM Sep 03, 2024Updated: 12:40 PM Sep 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি মালবাহী জাহাজের এক নাবিক অসুস্থ হয়ে পড়েছিলেন। আহত ওই নাবিককে উদ্ধারে গিয়ে কপ্টার দুর্ঘটনা গুজরাট উপকূলের পোরবন্দরে। জরুরি অবতরণের সময় কপ্টারটি আরব সাগরে আছড়ে পড়ে। এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনীর তিন সদস্য নিখোঁজ হন। তাঁদের জলে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। নতুন করে চারটি ছোট জাহাজ দু'টি কপ্টার পাঠিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ নাবিকদের খোঁজ মেলেনি।

Advertisement

সোমবার রাতে পোরবন্দরের কাছে আরব সাগরে উদ্ধার অভিযানে গিয়েছিল কোস্টগার্ডের ALH বা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। একটি তেলের ট্যাঙ্কারের অসুস্থ নাবিককে উদ্ধার করার কথা ছিল। ওই কপ্টারে ছিল উপকূলরক্ষী বাহিনীর ৪ জন। রাত ১১টা নাগাদ জরুরি অবতরণের সময় সমুদ্রে আছড়ে পড়ে কপ্টারটি। এর পর থেকেই তিন কোস্টগার্ড নিখোঁজ। একজন কোনও মতে বেঁচে যান। এর পর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী।

 

[আরও পড়ুন: ‘লজ্জিত ও দুঃখিত…’, ‘বোনাস’ মন্তব্যে ক্ষমাপ্রার্থী কাঞ্চনের ভিডিও বার্তা]

X হ্যান্ডেলে কোস্টগার্ড বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিখোঁজ সদস্যদের খোঁজে চারটি জাহাজ এবং ২টি কপ্টার কাজ করছে। পোরবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে সমুদ্র গতকাল রাত ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। যদিও রাতভর অভিযান চালিয়েও এখনও পর্যন্ত ৩ নাবিকের খোঁজ মেলেনি। আশঙ্কা করা হচ্ছে গভীর সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের।

 

[আরও পড়ুন: ‘আমার পিছনে লোক ঘুরছে’, ভিডিও কলে খুনের আশঙ্কার পরই ট্রেনে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার রাতে পোরবন্দরের কাছে আরব সাগরে উদ্ধার অভিযানে গিয়েছিল কোস্টগার্ডের ALH বা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার।
  • একটি তেলের ট্যাঙ্কারের অসুস্থ নাবিককে উদ্ধার করার কথা ছিল।
Advertisement