shono
Advertisement
Helicopter Crashes

ঘন কুয়াশায় পাহাড়ে মারণ ধাক্কা, ফের পুণেতে কপ্টার দুর্ঘটনা, মৃত ৩

মাসখানেক আগেই পুণেতে চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার কপ্টার ভেঙে পড়ে।
Published By: Kishore GhoshPosted: 01:12 PM Oct 02, 2024Updated: 01:52 PM Oct 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পুণের কাছে ভেঙে পড়ল একটি কপ্টার। পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যাত্রীর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উড়ানের সময় আবহাওয়া ভালো ছিল না। ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। ঠিক কোণ কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগেই পুণেতে চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি কপ্টার ভেঙে পড়ে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়েছিল। গন্তব্য ছিল মুম্বই। ওড়ার কিছু ক্ষণ পরে বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ পুণের কাছে এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে কপ্টারে থাকা দুই ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার হয়। গুরুতর আহত ছিলেন কপ্টারে থাকা তৃতীয় ব্যক্তি। যদিও শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন পাইলট পরমজিৎ সিং, সহ-পাইলট জিকে পিল্লাই এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ। উল্লেখ্য, মাসখানেক আগেই এই পুণেতেই চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনাতেও সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছিল। একের পর এক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়েছিল।
  • বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ পুণের কাছে এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
Advertisement