সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে ভয়ংকর দুর্ঘটনা। বুধবার ভীমতাল শহরের কাছে গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদোয়ানি থেকে আলমোরা যাচ্ছিল বাসটি। ভীমতালের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে যায় সেটি। খাদে পড়ার সময় একাধিক যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।
শুরুতে স্থানীয়রাই উদ্ধারকাজে নামেন। পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জীবিত যাত্রীদের উদ্ধারে লম্বা দড়ি ব্যবহার করা হয়। ১৫টি অ্যাম্বুলেন্সে চাপিয়ে আহত যাত্রীদের প্রয়োজন মতো হাসপাতালে পাঠানো হয়।