shono
Advertisement
Raipur

মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাবার দিতে দেরি, রাগে স্ত্রীকে তিনতলা থেকে ধাক্কা যুবকের!

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:26 PM Dec 26, 2024Updated: 03:27 PM Dec 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসার ঘটনা এবার ছত্তিশগড়ের রায়পুরে! সারাক্ষণ নাকি মোবাইলেই ব্যস্ত থাকেন স্ত্রী। ফোন ঘাঁটার কারণে খাবার দিতে দেরি করেছিলেন। আর তাতেই ক্ষেপে লাল হয়ে যান স্বামী। রাগের বশে তিনতলা থেকে স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী।  

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুনীল জগবন্ধু। বুধবার স্ত্রী স্বপ্নার সঙ্গে তাঁর ঝামেলা চরমে ওঠে। সুনীলের অভিযোগ, বেশিরভাগ সময়ে স্বপ্না ফোনে ব্যস্ত থাকেন। এদিনও বার বার বলা সত্ত্বেও খাবার না দিয়ে মোবাইল ঘাঁটছিলেন তিনি। সেনিয়েই অশান্তির সূত্রপাত হয়। যা পরে বড় আকার ধারণ করে। 

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, দেরি করে খাবার দেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, তর্ক হতে হতে রাগের মাথায় আচমকা তিনতলা থেকে স্বপ্নাকে ধাক্কা মেরে ফেলে দেন সুনীল। এখন গুরুতর আহত অবস্থায় রায়পুরের ডিকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে স্বপ্নার। এই ঘটনায় সুনীলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গার্হস্থ্য হিংসার ঘটনা এবার ছত্তিশগড়ের রায়পুরে!
  • সারাক্ষণ নাকি মোবাইলেই ব্যস্ত থাকেন স্ত্রী। ফোন ঘাঁটার কারণে খাবার দিতে দেরি করেছিলেন।
  • আর তাতেই ক্ষেপে লাল হয়ে যান স্বামী।
Advertisement