সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস রণবীর রণতরীর (INS Ranvir) ভিতরে বিস্ফোরণে মৃত্যু হল তিন নৌসেনা কর্মীর। মুম্বইয়ে নৌসেনার বন্দরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১১ জন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে।
[আরও পড়ুন: করোনা রুখতে ভারতে লকডাউনের প্রয়োজন নেই, কেন বলছে WHO?]
প্রতিরক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘মুম্বইয়ে নৌসেনা বন্দরে এক দুর্ভাগ্যজনক ঘটনায় তিন নৌসেনা কর্মীর মৃত্যু হয়েছে আইএনএস রণবীরের ভিতরে বিস্ফোরণ হওয়ায়। ভিতরের কোনও অংশের বড়সড় ক্ষতি হয়নি।’’ উল্লেখ্য, নৌসেনার রণতরীর ভিতরে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
সূত্রানুসারে, কোনও অস্ত্রশস্ত্র কিংবা গোলাবারুদ থেকে ওই বিস্ফোরণ ঘটেনি। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা খুঁজে বের করতে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। আহত নৌসেনা কর্মীদের নৌসেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। ফের বন্দরের কাজে ফেরার কথা ছিল তার। এর মধ্যেই ঘটে গেল অনর্থ।