shono
Advertisement
Maharashtra

এবার মিশন মহারাষ্ট্র, পুলিশি অভিযানে খতম দুই মহিলা-সহ ৩ মাওবাদী

মৃত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
Published By: Amit Kumar DasPosted: 07:39 PM May 13, 2024Updated: 08:09 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্র, মাওবাদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযানে সোমবার মৃত্যু হল ৩ জনের। মৃতদের তালিকায় রয়েছে ২ মহিলাও। মহারাষ্ট্র পুলিশের তরফে জানা যাচ্ছে, মৃতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-এর সহযোগী পেরিমিলি দলমের সক্রিয় সদস্য।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার গড়চিরৌলি (Garchiroli) জেলার কাতরানগাট্টা গ্রাম লাগোয়া জঙ্গলে অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশের সি ৬০ কমান্ডো ও জেলা পুলিশ বাহিনী। খবর ছিল, ওই জঙ্গলে ডেরা বেঁধেছে মাওবাদীরা। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মাওবাদীদের তালিকায় ২ মহিলার পাশাপাশি পেরিমিলি দলমের কমান্ডার বাসুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া মৃত মাওবাদীদের কাছ থেকে একটি একে-৪৭, একটি ইনসাস রাইফেল, একটি কার্বাইন এবং কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘এবার বিয়েটা করতেই হবে’, ভোট প্রচারে প্রশ্নের মুখে পড়ে সহাস্য উত্তর রাহুলের]

প্রসঙ্গত, মাওবাদকে সমূলে নিকেশ করতে কোমর বেঁধে নেমেছে সরকার। যার সুফলও মিলেছে। চলতি বছরে এখনও পর্যন্ত শতাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে একাধিক অভিযানে। গত মার্চ মাসে এই জেলায় অভিযান চালিয়ে ৪ মাওবাদীকে খতম করেছিল ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী। এর পর প্রথম দফা ভোটের আগে কাঁকরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়। এছাড়া গত ১০ মে ছত্তিশগড়ের বিজাপুরেও মাওবাদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী। দীর্ঘ গুলির লড়াইয়ের পর সেই অভিযানে ১২ মাওবাদীর মৃত্যু হয়।

[আরও পড়ুন: নিরাপত্তা চেয়েও পাননি, গরুপাচার নিয়ে রিপোর্ট প্রকাশের পরই যোগীরাজ্যে খুন সাংবাদিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাওবাদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযানে সোমবার মৃত্যু হল ৩ জনের।
  • গোপন খবরের ভিত্তিতে সোমবার গড়চিরৌলি জেলায় অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
  • পুলিশের দাবি, মৃতের তালিকায় রয়েছে পেরিমিলি দলমের কমান্ডার বাসু।
Advertisement