সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। রবিবার সকালে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে আত্মঘাতী বিস্ফোরণে তিন আধাসেনার মৃত্যু হয়েছে। তালিবানশাসিত (Taliban Terror) আফগানিস্তান লাগোয়া এলাকায় এই বিস্ফোরণের জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
কোয়েত্তা শহরের (Shiite Muslims) এই এলাকায় মূলত শিয়া এবং হাজারা সম্প্রদায়ের মানুষরা সবজি বিক্রি করেন। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরকে ঠাসা বাইক নিয়ে কোয়েত্তা শহরে মিলার ঘুন্ডি এলাকায় হাজির হয়। তার পরই নিরাপত্তারক্ষীদের কাছাকাছি এসে বিস্ফোরণ ঘটায়। হামলার টার্গেট ছিল মিলন ঘুন্ডির আধাসেনা। ডেপুটি পুলিশ জেনারেল আজহার আক্রম জানিয়েছেন, বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২০ জন।
[আরও পড়ুন: ফের পঞ্জশিরে বেকায়দায় Taliban, মাসুদ বাহিনীর পালটা মারে এক রাতেই খতম ৭০০ জেহাদি]
এ প্রসঙ্গে বলে রাথা ভাল, বালোচিস্তানের (Balochistan) কোয়েত্তা শহরে সুন্নি সম্প্রদায়ের বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী শিয়া-সহ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর উপর মাঝেমধ্যেই হামলা চালায়। আবার পাকিস্তানের সেনা বালোচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে একাধিক গোষ্ঠী। তাদের সঙ্গে সংঘর্ষেও একাধিক সেনাকর্মীদের মৃত্যু হয়। এদিন সেই কোয়েত্তা শহরেই নাশকতার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে পাকিস্তানের (Pakistan) এক বাসে ভয়াবহ বিস্ফোরণে (Massive blast) মৃত্যু হয় অন্তত ১৩ জন যাত্রীর। জানা গিয়েছে, IED বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। আর তার জেরেই ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। নিহত ১৩ জনের মধ্যে ৯ জন চিনা ইঞ্জিনিয়ার।
[আরও পড়ুন: ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! সৌদি আরবে মিসাইল হামলা চালাল ইয়েমেন]