সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা তুরস্কে। হাসপাতালে মারণ ধাক্কা মারল একটি হেলিকপ্টার। রবিবার নজিরবিহীন এই দুর্ঘটনায় এক চিকিৎসক-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, প্রায় দৃশ্যমানতা শূন্য আকাশে উড়ছে কপ্টারটি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম তুরস্কের মুঘল প্রদেশে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। প্রদেশের গভার্নর ইদ্রিস আকবিয়িক এক বিবৃতিতে জানিয়েছেন, টেক-অফের পরে হাসপাতালে ধাক্কা মারে হলিকপ্টারটি। এরপরেই সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের, এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর। পাইলটদের সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কপ্টারের ভিতরেই ছিলেন। ভয়ংকর কুয়াশার কথাও জানিয়েছেন গভার্নর।
মুঘল হাসপাতালের ছাদ থেকেই কপ্টারটি উড়ান দিয়েছিল। যদিও সেই সময় কুয়াশায় চারপাশ প্রায় অন্ধকার। তার মধ্যে টেক-অফের পরেই নিয়ন্ত্রণ হারান চালক। এক সময় গোত্তা খেয়ে সেটি ধাক্কা মারে চারতলা হাসপাতালের উপরের দিকের কাচের দেওয়ালে। এরপরেই কপ্টারটি আছড়ে পড়ে মাটিতে। সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই তুরস্কে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয় জওয়ান নিহত হন।