shono
Advertisement

চিতাবাঘের ছাল পাচারের চেষ্টা, মধ্যমগ্রাম থেকে হাতেনাতে গ্রেপ্তার ভিনরাজ্যের ৩ যুবক

চিতাবাঘের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতেরা।
Posted: 01:33 PM Dec 18, 2023Updated: 08:23 PM Dec 18, 2023

অর্ণব দাস, বারাকপুর: বড়সড় সাফল্য বনদপ্তরের। চিতাবাঘের ছাল পাচারের আগেই পর্দাফাঁস। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে হাতেনাতে গ্রেপ্তার ভিনরাজ্যের ৩ যুবক। তদন্তকারীদের দাবি, চিতাবাঘের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতেরা। 

Advertisement

গোপন সূত্রে উত্তর ২৪ পরগনার জেলা বনাধিকারিকের কাছে চিতাবাঘের ছাল পাচারের খবর আসে। সেই অনুযায়ী দশ তদন্তকারীকে নিয়ে মধ্যমগ্রামে হানা দেন তিনি। গভীর রাতে ওই এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসংগতি সামনে আসে। তার পরই তাদের তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া বাজেয়াপ্ত করা হয়।

[আরও পড়ুন: করোনার দাপটে দেশে একদিনেই মৃত ৫, ভয় ধরাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, সতর্কবার্তা WHO-র]

এর পরই তদন্তকারীরা ৩ যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, তারা সকলেই ওড়িশার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, চিতাবাঘের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতেরা। সম্ভবত কলকাতায় চিতাবাঘের চামড়াটি বিক্রি করতেই তারা ওড়িশা থেকে মধ্যমগ্রামে আসে বলেই মনে করা হচ্ছে। তবে কাকে চিতাবাঘের চামড়াটি বিক্রির কথা ছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনাটির সঙ্গে আরও অনেকেই জড়িত বলে ভাবছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নানা তথ্য সামনে আসবে আশা তাঁদের।

[আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে অঘটন! ৩ সঙ্গীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে গেল বাঘ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার