নিরুফা খাতুন: বইছে উত্তুরে হাওয়া। নামছে পারদ। উইকেন্ড বা সপ্তাহান্তে রাজ্যজুড়ে শীতের আমেজ। আগামী পাঁচ দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের শুরুতে ১৮-এর ঘরে নামতে পারে কলকাতার পারদ। পুরুলিয়ার তাপমাত্রা হবে ১৫ ডিগ্রি। সবমিলিয়ে এবার রাজ্যের দুয়ারে শীত হাজির।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে,সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ তৈরি হবে। আজ, শুক্রবার থেকেই পারা পতন শুরু। পশ্চিমের জেলাগুলিতে পারা পতন একটু বেশি। আগামী এক সপ্তাহের আবহাওয়া মনোরম হলেও ডিসেম্বরের মাঝামাঝির আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দু-তিনদিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। দার্জিলিং-এ এই মুহূর্তে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াস মতো নামতে পারে পারদ।
পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দক্ষিণের ছয় জেলায় সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন ছয় জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। পরে দিনভর পরিষ্কার আকাশ। মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
উল্লেখ্য, আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। ফলে শহরের পরিবেশও মনোরম থাকবে।