সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে পতঞ্জলি। এবার খাবারের গুণগত মানের পরীক্ষায় ফেল করল সংস্থার তৈরি সোনপাপড়ি। পাশাপাশি পতঞ্জলির তৈরি করা পণ্য বিক্রি করায় কারাদণ্ড হয়েছে তিনজনের। উল্লেখ্য, ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসনার মুখে পড়েছে যোগগুরু রামদেবের সংস্থা। তার মধ্যেই আবারও প্রশ্নের মুখে পড়েছে পতঞ্জলির তৈরি পণ্য।
দিন কয়েক আগেই রামদেবের সংস্থার ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করে উত্তরাখণ্ড সরকার। এবার বিজেপিশাসিত রাজ্যটিতেই বিপাকে পড়ল পতঞ্জলির (Patanjali) সোনপাপড়ি। জানা গিয়েছে, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একটি দোকান থেকে সোনপাপড়ির নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায়, খাবারের গুণগত মান সংক্রান্ত সমস্ত নিয়মাবলি মেনে ওই সোনপাপড়ি তৈরি হয়নি।
[আরও পড়ুন: তাজমহলের পাশে মসজিদের ভিতর থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ছড়াল তীব্র চাঞ্চল্য]
এই রিপোর্ট হাতে আসার পরেই পতঞ্জলির বিরুদ্ধে পিথোরগড়ের একটি স্থানীয় আদালতে মামলা দায়ের হয়। বিচার শেষে শনিবার এই মামলার রায় দিয়েছে আদালত। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের আওতায় মোট তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। লীলাধর পাঠক নামে এক দোকানিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ তাঁর দোকানেই বিক্রি হচ্ছিল পতঞ্জলির সোনপাপড়ি। ৫ হাজার টাকার জরিমানাও করা হয়েছে লীলাধরকে।
পাশাপাশি, পতঞ্জলির প্রতিনিধি সংস্থা কানহাজি ডিসট্রিবিউটার্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয় জোশী এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমারকেও ছমাসের কারাদণ্ড দিয়েছে আদালত। যথাক্রমে ১০ হাজার এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুই কর্তাকে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল উত্তরাখণ্ডের (Uttarakhand) লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। এবার পতঞ্জলির পণ্য বিক্রি করতে গিয়েও সাজা পেলেন দোষীরা।