শংকরকুমার রায়, রায়গঞ্জ: বল ভেবে পকেটে ভরেছিল বোমা। সেটাই কাল হল। পকেটে রাখা বোমা ফেটে জখম ৩ কিশোর। ক্ষতবিক্ষত একজনের গোপনাঙ্গ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, জখম কিশোরদের নাম রবি ঋষি (১২), বিকাশ ঋষি (৮), সোনু ঋষি (৭)। তিনজন একই পরিবারের সদস্য। উত্তর দিনাজপুরের করণদিঘির ডালখোলা থানার পাতনুর বেলবাড়ি এলাকার বাসিন্দা তারা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার তিন কিশোর বাড়ির কাছেই গিয়েছিল জ্বালানির কাঠ আনতে। এলাকার একটি মাঠে গোল তিনটি বস্তূ পড়ে থাকতে দেখে তারা। শিশু মন ভেবেছিল গোল বস্তূ মানেই তা বল। বুঝতেও পারেনি কত বড় বিপদ। বল ভেবে পকেটে বোমা ভরে ডাল পারতে গাছে ওঠে এক খুদে। নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ২ জন।
[আরও পড়ুন : ঝালদা পুরসভায় ফের ডামাডোল, দায়িত্ব নেওয়ার ২ দিনের মধ্যে পুরপ্রধানের কাউন্সিলর পদ খারিজ]
ডাল পাড়ার সময় চাপ লাগতেই ফেটে যায় বোমা। গাছ থেকে ছিটকে নিচে পড়ে যায় এক খুদে। গোপনাঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার। বোমা বিস্ফোরণের তীব্রতায় জখম হয় নিচে দাঁড়িয়ে থাকা দুজনও। এদিকে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যায়। গিয়ে দেখে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে তিনজনই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডালখোলা থানার পুলিশ। প্রথমে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।