সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা। উপত্যকার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবার সেনার গুলিতে খতম হল ৩ জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, ওই এলাকায় এখনও সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এদিন এক্স হ্যান্ডেলে সেনার তরফে এক পোস্টে জানানো হয়েছে, "কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অভিযানে জঙ্গি O3x নিকেশ হয়েছে। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে নিহত জঙ্গিদের থেকে।" এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ।
প্রসঙ্গত, কাশ্মীরে সম্প্রতি পর পর জঙ্গি হামলা হয়েছে। কাঠুয়াতে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ওই হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান। আহত আরও অনেকে। একদিকে যখন অমরনাথ যাত্রা চলছে ঠিক সেই সময় এভাবে বার বার জঙ্গি হামলার ঘটনায় স্বভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। যদিও সংশ্লিষ্ট মহলের দবি, লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে উপত্যকার জঙ্গিদের। তাই আরও বেপরোয়া হয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে তারা। এই পরিস্থিতিতে শক্তিবৃদ্ধি করা হয়েছে উপত্যকার উপরাজ্যপালের।