shono
Advertisement

কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি

উদ্ধার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ The post কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 AM Jul 22, 2018Updated: 09:01 AM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে উপত্যকায় শুরু গুলির লড়াই৷ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কুদওয়ানিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ নিরাপত্তারক্ষীর পালটা গুলিতে নিকেশ তিন জঙ্গি৷

Advertisement

[কাশ্মীরে অপহৃত পুলিশকর্মী, সেনার গুলিতে নিকেশ এক জেহাদি]

শনিবারই সশস্ত্র জঙ্গিরা পুলিশকর্মী সালেম আহমেদ শাহকে অপহরণ করে৷ রাতেই সেনাবাহিনীর কাছে খবর পৌঁছায় ওই এলাকায় চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ সেই অনুযায়ী অপহৃত ওই পুলিশকর্মীর বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু হয় পাথর নিক্ষেপ৷ সেনাবাহিনীর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন৷

[হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগের বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের দেহ]

পালটা জবাব দেয় সেনাবাহিনী৷ তল্লাশি অভিযান মুহূর্তের মধ্যেই রূপ নেয় এনকাউন্টারের৷ শুরু হয় গুলির লড়াই৷ তাতেই নিকেশ হয় ৩ জঙ্গি৷ উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র৷ এখনও কুলগামে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ৷

[কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সাহায্য আবশ্যক, ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্ক]

এর আগে, শুক্রবার রাতে কুপওয়ারা জেলার হান্দওয়ারায় ভয়াবহ গুলির লড়াই হয়। সমস্ত এলাকা ঘিরে ফেলে  চলে অভিযান। ঘটনাস্থলের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে শুরু হয় জঙ্গিদমন অভিযান। এলাকায় বসানো হয় পিকেটও। সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে নিকেশ করা হয় ১ লস্কর জঙ্গিকে৷ মৃত জেহাদি পাকিস্তানের নাগরিক বলে মনে করছে সেনা। উত্তেজনা রুখতে এখনও কুলগাম ও হান্দওয়ারা এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

The post কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement