shono
Advertisement

Breaking News

বাড়িতে নেই শৌচালয়, গভীর রাতে শৌচকর্ম সারতে গিয়ে ধসে চাপা পড়লেন ৩ মহিলা

কয়লাখনি এলাকায় ধস নেমে বিপত্তি।
Posted: 01:15 PM Sep 18, 2023Updated: 01:15 PM Sep 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে শৌচালয় নেই। বাধ্য হয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়েই শৌচকর্ম সারতে হয় নারী-পুরুষ সকলকেই। তার জেরেই বিপত্তি। শৌচকর্ম সেরে ফেরার পথে ধসে চাপা পড়লেন তিন মহিলা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে একটি কয়লা খনি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। কোল ইন্ডিয়ার শাখা সংস্থা ভারত কোকিং কোল লিমিটেডের নিয়ন্ত্রণে থাকা এলাকায় তিন মহিলার চাপা পড়ার পরেই আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

Advertisement

মৃত তিন মহিলার নাম পারলা দেবী, থানদি দেবী ও মান্ডবা দেবী। রবিবার রাত একটা নাগাদ তাঁরা বাড়ি থেকে বেরিয়ে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। ফেরার পথে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামতে শুরু করে ওই এলাকায়। তিন মহিলার মধ্যে একজন তলিয়ে যেতে থাকেন সেই ধসের মধ্যে। সঙ্গে থাকা বাকি দুই মহিলা তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান। ভূমিধসের কবলে পড়েন তাঁরাও। মাটির গভীরে তলিয়ে যান তিনজনেই। 

[আরও পড়ুন: বিশেষ অধিবেশনের ভাষণে নেহরু স্তুতি মোদির, প্রশংসা শাস্ত্রী-ইন্দিরা-মনমোহনেরও]

ধস নামার বিকট শব্দ পেয়েই কয়লা খনির উদ্ধারকারী দলকে খবর পাঠানো হয়। জানানো হয় পুলিশকেও। কিন্তু স্থানীয়দের দাবি, ধসের পরে দীর্ঘ সময় কেটে গেলেও ঘটনাস্থলে আসেনি উদ্ধারকারী দল। কয়লা খনির আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা জানান, কার্যত প্রাণ হাতে নিয়েই বিপজ্জনক এলাকায় বসবাস করেন তাঁরা। বারবার পুনর্বাসনের দাবি জানিয়েও আধিকারিকদের তরফে সাড়া মেলেনি। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না বলেই দাবি স্থানীয়দের।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে হাজির হয় পুলিশ ও আধাসেনার বিশাল বাহিনী। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তিন মহিলার দেহ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তিন মহিলার খোঁজে তল্লাশি চলবে। তাঁদের দেহ মিললেই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলেই ধানবাদ (Dhanbad) পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘কান্নাকাটির সময় পরে পাবেন’, বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement