shono
Advertisement

Breaking News

যেন স্বয়ং সরস্বতী! একরত্তি মেয়ের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা

ভিডিওটিতে গানটি শুনলে মুগ্ধ হবেন আপনিও। The post যেন স্বয়ং সরস্বতী! একরত্তি মেয়ের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Feb 11, 2020Updated: 05:25 PM Feb 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ দশকের বিখ্যাত হিন্দি সিনেমা রোজা (Roja) প্রায় সব গানই গুলিই জনপ্রিয় হয়েছিল। তবে তার মধ্যে থেকে সেরা গানের কথা জানতে চাইলে অনেকেই দিল হ্যা ছোটি সি, ছোটি সি আশা গানটির কথা উল্লেখ করেন। গত তিন দশক ধরে অনেককেই বিভিন্ন সময় গুনগুন করে গাইতে শোনা গিয়েছে এই গান। কিন্তু, বাবার সঙ্গে স্টেজে উঠে তিন বছরের একরত্তি মেয়ের গানের ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে হতবাক সবাই। পাশাপাশি ওই শিশুকন্যার গলা শুনে তাঁকে মা সরস্বতীর অংশ বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি পোস্ট করেছেন ওই শিশুকন্যার মা মেঘা আগরওয়াল। তাতে তিনি লিখেছেন, আমার তিন বছরের মেয়ে আর তার বাবা এই প্রথম একসঙ্গে অনুষ্ঠান করছে। দয়া করে তাকে আর্শীবাদ করুন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে স্টেজে উঠেছে তিন বছরের ওই ছোট্ট মেয়েটি। এরপর তার বাবা রোজা সিনেমার ছোটি সি আশা গানটি গাইতে শুরু করেন। কিন্তু, সেসময় তাঁর গান থামিয়ে দিয়ে নিজে একা গান গাইবার ইচ্ছা প্রকাশ করে ওই শিশুকন্যা। আর তার বাবা একটু সরে যেতে একা একা গানও আরম্ভ করে সে। একুট পরে ফের তাকে বাবার হাত ধরে নাচতে দেখা যায় স্টেজের উপরে।

[আরও পড়ুন: শিলিগুড়ি থেকে কানাডা পাড়ি, অভিভাবকের ছোঁয়া পেতে চলেছে অনাথ ‘লিও’ ]

 

ভিডিওটি পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি মানুষ সেটি দেখেও ফেলেছেন। রিটুইট হয়েছে ৩ হাজার বার আর পছন্দ করেছেন ১৬ হাজার মানুষ। মন্তব্য করতে গিয়ে একরত্তি ওই মেয়েটিকে মা সরস্বতী বলেও উল্লেখ করেছেন অনেকে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, নিজেদের চোখের সামনে একটি তারকার জন্ম দেখলাম।

[আরও পড়ুন: দেড় বছরে বিজেপির হাতছাড়া ছয় রাজ্য, কারণ জানতে অন্তর্তদন্তের দাবি দলের অন্দরেই ]

The post যেন স্বয়ং সরস্বতী! একরত্তি মেয়ের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার