সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিন লাগামছাড়া তথা বিপজ্জনক ফুর্তি ঠেকাতে তৎপর ছিল কলকাতা পুলিশ। মত্ততা তথা অভব্য আচরণের দায়ে গ্রেপ্তার ৩০৫ জন। এদিন কলকাতার বিভিন্ন রাস্তায় কড়া নজর রেখেছিলেন নগররক্ষীরা। এর ফলেই তিনশোর বেশি গ্রেপ্তারির পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৪৬.৭ লিটার মদ।
দুর্গাপুজোর মতোই দোল বা হোলির দিন বিপজ্জনক ফুর্তির সাক্ষী হয়ে থাকে গোটা রাজ্য। প্রতি বছর এই সময় ট্রাফিক আইন ভাঙার যেন হিড়িক পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কার্যত গতকাল রাত থেকেই বেপরোয়া গতিতে বাইক চালানো, পথেঘাটে মদ্যপান এবং মত্ত অবস্থায় অভব্য আচরণের সাক্ষী হয়েছে শহর। এর জেরেই সোমবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনার বলি হন এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর।
[আরও পড়ুন: ‘খুব কঠিন সিদ্ধান্ত’, লোকসভার লড়াই থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং]
এমন দুর্ঘটনা রুখতেই রবিবার রাত থেকেই সক্রিয় ছিল লালবাজার। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত বাহিনী। পুলিশ পিকেট, পিসিআর ভ্যান এবং মোটরবাইকে টহলদারি চালানো হয়। এছাড়াও সাদা পোশাকে নজরদারি চালান একদল পুলিশকর্মী। অন্যদিকে মহিলাদের নিরাপত্তার জন্যও ছিল বিশেষ বাহিনী। এর জেরেই অভব্য আচরণের দায়ে ৩০৫ জনকে গ্রেপ্তার করা গিয়েছে। অন্যদিকে বাজেয়াপ্ত হয়েছে ৪৬.৭ লিটার মদ। শহরবাসীর বিপদ অনেকটাই কমানো গিয়েছে।