shono
Advertisement

শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন পরিবারের সদস্যরা৷ The post শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Jul 22, 2019Updated: 02:49 PM Jul 22, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের বিজেপি কর্মীদের উপর শাসকদলের হামলার অভিযোগ জাতীয় স্তর পর্যন্ত তুলে ধরার যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা কার্যকর করতে তৎপর বঙ্গ বিজেপি৷ পশ্চিমবঙ্গে নিহত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে এবার দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন রাজ্য নেতারা৷ সূত্রের খবর, ২৩ টি ‘শহিদ’ পরিবারের ৪৮ জন সদস্যকে নিয়ে সোমবার দুপুরে দিল্লি যাচ্ছেন তাঁরা। শাসকদলের অত্যাচারে তাঁদের জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, এবার জাতীয় স্তরে সে কথা তুলে ধরবেন এই পরিবারের সদস্যরা৷

Advertisement

[ আরও পড়ুন:  বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের ]

জানা গিয়েছে, বুধবার রাজধানীতে এই পরিবারগুলিকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ‘কল ফর জাস্টিস’ নামে একটি সংগঠন৷ ‘পিপলস ট্রাইবুনাল অন পলিটিক্যাল ভায়োলেন্স ইন বেঙ্গল’ শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ‘শহিদ’ বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা৷ তাঁদের উপর ঘটে যাওয়া এবং ঘটে চলা অত্যাচারের কাহিনি রাজধানীর মানুষজনকে শোনাবেন তাঁরা৷ বিভিন্ন রাজনৈতিক হিংসায় এ রাজ্যে শাসকদলের হাতে তাঁরা কীভাবে অত্যাচারিত হয়েছেন বা হয়ে চলেছেন এবং কীভাবে প্রত্যেকদিন স্বজন হারানোর ব্যাথা তাঁদের তাড়িয়ে বেরাচ্ছে, এই বিষয়গুলিই জাতীয় স্তরে বলবেন তাঁরা৷

সূত্রের খবর, ওইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের নেতারা৷ এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও এই পরিবারগুলিকে সাক্ষাৎ করানো হতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর৷ জানা গিয়েছে, দিল্লিগামী ওই ‘শহিদ’ পরিবারের তালিকায় রয়েছে পুরুলিয়ার বলরামপুরে নিহত দুই বিজেপি কর্মীর পরিবার, উত্তর দিনাজপুরের দাড়িভিটে নিহত দুই ছাত্রের পরিবার৷

[ আরও পড়ুন: স্কুটি-বাইক চুরি করে জয়রাইডের পর ফেরত, কলকাতায় গ্রেপ্তার দুই মডেল ]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির অভাবনীয় জয়ের পরই উচ্ছ্বসিত বিজেপি শিবির৷ ২০২১-এর বিধানসভা ভোটকে টার্গেট করে ইতিমধ্যেই বাংলার নেতা ও সাংসদদের মোক্ষম টিপস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের দুর্দশার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে৷ কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ বাংলার ইস্যু নিয়ে লোকসভায় সরব হতে হবে৷ পাশাপাশি, মানুষের সঙ্গে জনসংযোগ আরও মজবুত করতে হবে৷ তাঁদের কাছে যেতে হবে৷ অধিবেশন না থাকলে সাংসদদের নিজ কেন্দ্র যথেষ্ট সময় দিতে হবে৷

 

The post শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement