shono
Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি জানতে এই প্রতিবেদন আপনাকে পড়তেই হবে৷ The post চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Feb 20, 2019Updated: 05:34 PM Feb 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরি খুঁজছেন? ব্যাংকে চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ সিনিয়র ম্যানেজার(ক্রেডিট), সিনিয়র ম্যানেজার(ল), ম্যানেজার(ল), ম্যানেজার(এইচআরডি) এবং অফিসার(আইটি) পদে মোট ৩২৫ জনকে নিয়োগ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ www.pnbindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ আগামী ২ মার্চ৷

Advertisement

সিনিয়র ম্যানেজার(ক্রেডিট)
শূন্যপদ: ৫১টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ/আইসিডব্লুএ/এমবিএ অথবা ফিনান্সের ডিগ্রি থাকলে বা ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতা থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যেতে পারে৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৪২,০২০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

ম্যানেজার(ক্রেডিট)
শূন্যপদ: ২৬টি
শিক্ষাগত যোগ্যতা: সিএ/আইসিডব্লুএ/এমবিএ অথবা ফিনান্সের ডিগ্রি থাকলে বা ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
অভিজ্ঞতা: ব্যাংকে চাকরির অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৩১ হাজার ৭০৫ টাকা-৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ

সিনিয়র ম্যানেজার(ল)
শূন্যপদ: ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের জন্য আইনে স্নাতক হওয়া বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও ল ফার্মে বা আইনজীবীর কাছে ৭ বছরের প্র্যাক্টিস করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৪২ হাজার ২০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

ম্যানেজার(ল)
শূন্যপদ: ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের জন্য আইনে স্নাতক হওয়া বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: এই শূন্যপদে আবেদনের জন্য যেকোনও ল ফার্মে বা আইনজীবীর কাছে ৩ বছরের প্র্যাক্টিস করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: এই শূন্যপদের জন্য নির্বাচিতরা ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি

ম্যানেজার(এইচআরডি)
শূন্যপদ: ১৮টি
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট/মানবসম্পদ উন্নয়ন/শ্রমিক আইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করা যেতে পারে৷
অভিজ্ঞতা: ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

অফিসার(আইটি)
শূন্যপদ: ১২০টি
শিক্ষাগত যোগ্যতা: এমসিএ/ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশনে বি.টেক/কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ইনফর্মেশন টেকনোলজির ডিগ্রি থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
অভিজ্ঞতা: ব্যাংকে চাকরির ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়সসীমা: ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
বেতন: ২৩,৭০০ থেকে সর্বোচ্চ ৪২,০২০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী৷

মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

আবেদনের পদ্ধতি:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে৷ আগামী ২ মার্চের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ৷

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ তবে তফসিলি জাতি, উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মাত্র ১০০ টাকা ব্যাংকে জমা দিলেই চলবে৷ অনলাইনে অথবা সরাসরি ব্যাংকে গিয়েও আবেদনকারী টাকা জমা দিতে পারবেন৷

The post চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement