shono
Advertisement

ফের বেলাগাম করোনা সংক্রমণ, বাংলায় চিন্তা বাড়াচ্ছে এই দুই জেলা

মৃত্যুর নিরিখেও রাজ্যে শীর্ষে দুই জেলা।
Posted: 08:16 PM Oct 04, 2020Updated: 08:34 PM Oct 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের (Corona Virus) গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও। এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।

Advertisement

রবিবার সন্ধে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় (Bengal) একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৫৭ জন। যা গতকালের চেয়ে সামান্য বেশি। জেলাগুলির মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে একদিনে করোনা  আক্রান্ত ৭৬৫ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে কোভিড পজিটিভ হয়েছে ৭৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (২০৩)। এরপর রয়েছে হাওড়া (১৮৯), হুগলি (১৭৩)। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। এর মধ্যে এখনও চিকিৎসাধীন ২৭ হাজার ৪৩৯ জন। 

[আরও পড়ুন : আফ্রিকা যাচ্ছে বাংলার চাল, বীরভূম থেকে হলদিয়ায় কন্টেনার পৌঁছে রেলের আয় ন’লক্ষ]

বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জন করোনা আক্রান্তের। এদিন সর্বাধিক করোনায় মৃত্যুর সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগণা (১৯)। এর পরেই রয়েছে কলকাতা (১৭)। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় করোনায় মৃত্যুর সাক্ষী রয়েছে। তবে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার।

এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ। গতকালের চেয়ে সামান্য বেশি। একদিনে কোভিডমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৮৬ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন।

এদিকে রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে রাজ্যের করোনা সংক্রমণ সামাল দিতে একমাত্র উপায় প্রচুর করোনা পরীক্ষা। সেদিকে নজর রেখেই এদিন ৪২ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করেছে রাজ্য সরকার।  

[আরও পড়ুন :‘করোনার থেকেও ভয়ংকর মমতা’, ফের বেফাঁস মন্তব্য বিজেপি সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement