সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক পাচার, সোনা পাচার বা লুকিয়ে টাকা পাচার- এমন কাণ্ড আকছার ঘটে। কিন্তু মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার শীর্ষ কর্তা ঘটিয়ে ফেলেছেন নয়া কেলেঙ্কারি। বিদেশ থেকে ৩৪টি বহুমূল্য ঘড়ি এদেশে পাচার করেছেন তিনি। যার বাজারমূল্য ৩০ কোটি টাকা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সমীর শেঠ নামের ওই ব্যক্তি গত সপ্তাহে লুকিয়ে বিদেশ থেকে ঘড়ি আনতে গিয়েই কলকাতা বিমানবন্দরে ধরা পড়েন। সিঙ্গাপুর থেকে দেশে ফিরছিলেন তিনি। সেসময় তাঁর কাছে ছিল একটি বহুমূল্য ঘড়ি। পরে অবশ্য ওই ব্যক্তি জামিন পেয়ে যান। কিন্তু তখনই সমীর শেঠের কাণ্ডকারখানার উপর নজরদারি শুরু করে DRI।
[আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপের প্রোমোয় নেই পাক অধিনায়ক বাবর! ক্ষোভে ফুঁসছেন শোয়েব আখতার]
এরই মধ্যে তদন্তকারীদের হাতে তথ্য এসে পৌছায় যে এক ব্যক্তি সিঙ্গাপুর থেকে ৩০টির বেশি বহুমূল্য ঘড়ি ভারতে পাচার করেছে। সন্দেহের বশে সমীর শেঠের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালান DRI আধিকারিকরা। তল্লাশি চলাকালীনই তদন্তকারীদের চোখ কপালে ওঠে। একে একে উদ্ধার হয় ৩৪টি বহুমূল্য ঘড়ি। যার বাজারমূল্য ৩০ কোটি টাকারও বেশি। এর মধ্যে রোলেক্স, ফোরসে থেকে শুরু করে লুই ভিতোর মতো সংস্থার ঘড়ি রয়েছে।
[আরও পড়ুন: বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই পন্থের, জানিয়ে দিলেন ভারতীয় তারকা, অনিশ্চিত আইপিএলেও!]
DRI জানিয়েছে, বিদেশ থেকে বিলাসবহুল ঘড়ি আমদানিতে ভারতে ৩৮.৫ শতাংশ কর দিতে হয়। এই কর ফাঁকি দিতেই চোরাইপথে এ দেশে ঘড়ি পাচার করে পাচারকারীরা। সমীর শেঠএর পিছনে কোনও চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।