নব্যেন্দু হাজরা: দমদম (DumDum) মেট্রো স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনার গয়না। পুলিশের জালে এক যুবক। কোথা থেকে আনা হয়েছিল ওই গয়না? কোথায় পাঠানো হত? ঘটনার সঙ্গে কে কে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার। এদিন দুপুর ২ টো ৪০ মিনিট নাগাদ দমদম মেট্রো স্টেশনে যান এক যুবক। তার বয়স ৩৭ বছর। জানা গিয়েছে, ওই যুবকের আচরণেই সন্দেহ হয় মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর সোনার গয়না।
[আরও পড়ুন: ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলা: দায়িত্ব নিয়েই হাই কোর্টের তলবের মুখে রাজ্য পুলিশের DG মনোজ মালব্য]
এরপরই ওই যুবক ও উদ্ধার হওয়া সোনা নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। জানা গিয়েছে, ওই যুবকের থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৩৬২ গ্রাম। বুধবার রাতেই অভিযুক্তকে সিঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। এই প্রথম নয়, আগেও শহরের ব্যস্ততম স্টেশন থেকে অলংকার উদ্ধারের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারিও হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি।