সুব্রত বিশ্বাস: দেশের মোট ৫০৮ টি রেলস্টেশনে আধুনিকীকরণের লক্ষ্যে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রেল স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল রবিবার। যার মধ্যে রয়েছে এ রাজ্যের ৩৭টি স্টেশন। মোট বরাদ্দ করা হয়েছে ১৫০৩ টাকা। পূর্ব রেলের ২৮টি স্টেশনে হবে আধুনিকীকরণের কাজ। বাকি ৯টি স্টেশন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ারের (NVF) অধীনে। এই ৩৭ টি স্টেশনেই ছোট, বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। শিয়ালদহ স্টেশনে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।
এদিন নতুন প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য, ”ভারতে আধুনিক ট্রেনের সংখ্যা বাড়ছে। গত ৯ বছরে দেশে রেল লাইনের রেকর্ড সম্প্রসারণ হয়েছে। ট্রেনের পাশাপাশি স্টেশনের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। রেল হল ভারতের জীবন রেখা। রেল স্টেশনের সঙ্গে জুড়ে থাকে এলাকার পরিচয়। স্টেশনে ফ্রি ওয়াইফাই (WiFi) পরিষেবার জেরে অনেক পড়ুয়া উপকৃত হয়েছেন।” তিনি আরও জানান, ভারতের প্রায় ১৩০০ প্রধান রেলস্টেশনকে এখন ‘অমৃত ভারত’ রেলওয়ে স্টেশন হিসেবে গড়ে তোলা হবে।
[আরও পড়ুন: ‘দাবিকে সমর্থন করি’, তৃণমূলের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে জানালেন বিজেপি বিধায়ক!]
রাজ্যে ৩৭ টি স্টেশনের উন্নতি ও আধুনিকীকরণের জন্য বরাদ্দ হয়েছে মোট ১৫০৩ কোটি টাকা। ২৮ টি স্টেশন পূর্ব রেলের মধ্যে পড়েছে, বাকিগুলি এনএফ রেলের আওতায়। রেল সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে আসানসোল (Asansol) ডিভিশনে। মোট ৪৩১ কোটি টাকা। এর পরই রয়েছে বর্ধমান, বরাদ্দ ৬৪.২ কোটি টাকা। শিয়ালদহের (Sealdah) জন্য মাত্র ২৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় শিয়ালদহ স্টেশনে। এছাড়া আসানসোলেও যথেষ্ট বড় করে শিলান্যাস অনুষ্ঠানটি হয়েছে। একঝলকে দেখে নিন, অমৃত ভারত প্রকল্পের অধীনে থাকা রাজ্যের কোন স্টেশনে কত টাকা বরাদ্দ হল –
৩৭ স্টেশনের আধুনিকীকরণে মোট বরাদ্দ ১৫০৩ কোটি টাকা।
স্টেশন বরাদ্দ (কোটি টাকা)
আসানসোল ৪৩১
বর্ধমান ৬৪.২
কাটোয়া ৩৩.৬
পাণ্ডবেশ্বর ২১
অন্ডাল ২০
রামপুরহাট ৩৮.৬
বোলপুর শান্তিনিকেতন ২১.১
শ্যাওড়াফুলি ৩১.১
অম্বিকা কালনা ২৯.২
তারকেশ্বর ২৪.৪
বারাকপুর ২৬.৭
চাঁদপাড়া ২৩.২
শান্তিপুর ২৩
নবদ্বীপ ধাম ২১.৮
কৃষ্ণনগর সিটি ২৯.৬
বেথুয়াডহরি ২৮.৩
শিয়ালদহ ২৭
মালদহ টাউন ৪৩
নিউ ফরাক্কা ৩১
বহরমপুর কোর্ট ২৯.৮
আজিমগঞ্জ ৩১.২
নিউ আলিপুরদুয়ার জংশন ৩৬.৩
দলগাঁও ৩৪.৪
ফালাকাটা ৩৩.৩
দিনহাটা ৩১.৭
ডালখোলা ২৯.৯
কালিয়াগঞ্জ ২৪.৯
আলুয়াবাড়ি রোড ২৪.৩
ধূপগুড়ি ৩৪.২
জলপাইগুড়ি রোড ৩৩.৮
বিন্নাগুড়ি ৩১.৭
নিউ মাল জংশন ৩১.১
হাসিমারা ৩০.৫
কামাখ্যাগুড়ি ২৯.২
জলপাইগুড়ি ২৫.৫
হলদিবাড়ি ২১.৩
সামসি ২২.৫
[আরও পড়ুন: ডাক পেয়েও রেলের অনুষ্ঠানে গরহাজির শত্রুঘ্ন সিনহা, ‘সৌজন্যবোধ নেই’, কটাক্ষ অগ্নিমিত্রার]