shono
Advertisement

Breaking News

থামছে না করোনার প্রকোপ, সৌদি আরবে মৃত ৩৭৫ বাংলাদেশি নাগরিক

সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশি। The post থামছে না করোনার প্রকোপ, সৌদি আরবে মৃত ৩৭৫ বাংলাদেশি নাগরিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:25 PM Jun 19, 2020Updated: 04:25 PM Jun 19, 2020

সুকুমার সরকার, ঢাকা: বিশ্বে কিছুতেই থামছে না করোনার মৃত্যুমিছিল। এই মারণ রোগ থাবা বসিয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরবেও। আর এতে বিপাকে পড়েছেন সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা (Bangladesh)। এপর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশের ৩৭৫ জন নাগরিকের।

Advertisement

[আরও পড়ুন: লাদাখ ইস্যুতে দু’দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চায় ঢাকা, জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী]

পরিসংখ্যান বলছে, সৌদি আরবে প্রায় ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। করোনার হামলায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সৌদি আরবে (Saudi Arabia) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গিয়েছেন, এঁদের মধ্যে ৪ জন চিকিৎসকও রয়েছেন, যাঁরা সৌদি আরবে কর্মরত ছিলেন।’ বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা প্রদান করেছি। তেলসমৃদ্ধ এ দেশে প্রায় ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন।”

এদিকে, বুধবার করোনায় আক্রান্ত হয়ে ইটালির হাসপাতালে কর্তব্যরত নাজমুন্নাহার (৪৫)নামের এক বাংলাদেশি নার্সের মৃত্যু হয়েছে। তিনি প্রথম কেনও বাংলাদেশি মহিলা নার্স, যিনি ইটালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। নাজমুন্নাহারের বাড়ি ঢাকার অদূরে গাজীপুরে। তাঁর স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়েছেন। আগামী ২৩ জুন চাটার্ড বিমানে তাঁর ইটালি যাবার কথা রয়েছে। ২০০৪ সালে সরকারি ব্যবস্থায় ১৮ জন নার্স গিয়েছিলেন ইটালিতে। তাদের মধ্যে নাজমুন্নাহারও ছিলেন। ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

[আরও পড়ুন: এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল]

The post থামছে না করোনার প্রকোপ, সৌদি আরবে মৃত ৩৭৫ বাংলাদেশি নাগরিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement