সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোর (Laxmi Puja) দিনেও সামান্য স্বস্তি। বৃহস্পতিবারের পর শুক্রবারও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা নিম্নমুখী। তবে আশা জাগিয়ে বাড়ল সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার ৮৮.১৬ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৯। সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। একদিনে শহরে আক্রান্ত হয়েছেন ৮৮০ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ৮৬৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬৯ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কম। ৫৯ জন একদিনে কোভিডের বলি হয়েছেন। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৮৪ জন। তবে উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৮.১৬ শতাংশ। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৫ জন। তার ফলে বাংলায় করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ২৫ হাজার ৮৮৮ জন।
[আরও পড়ুন: অবশেষে নাগালে মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটে খুনি, CID’র হাতে গ্রেপ্তার ২]
এখনও ভ্যাকসিনের অপেক্ষায় তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে পরীক্ষাই একমাত্র করোনা (Coronavirus) মোকাবিলার অস্ত্র। তাই শুরু থেকেই করোনা পরীক্ষা বাড়ানোর দিকে নজর কেন্দ্র ও রাজ্য সরকারের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ লক্ষ ১২ হাজার ২৭০ জনের। যার মধ্যে ৮.১৯ শতাংশ ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। উৎসবের মরশুমে করোনা সংক্রমণ যে বাড়বে তা আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। দুর্গাপুজোর আগে থেকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে। তবে দিনকয়েক করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় সামান্য হলেও স্বস্তিতে আমজনতা। এই পরিস্থিতিতে অসতর্ক হলে বিপদ যে আরও বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।